07/05/2024 : 2:29 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

৫০ বছরের পুরাতন অশ্বত্থ গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৩০ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর তারামা তলায় পিডব্লুডি  রাস্তার ধারে ছিল বহু পুরাতন একটা অশ্বত্থ গাছ।
গতকাল কিছু দুষ্কৃতী সেই গাছটি কাটতে লাগে। ঘটনার খবর পেয়ে পিডব্লুডি  গাছটি কাটা আটকায়।
কিন্তু শেষ রক্ষা হয়নি।
পিডব্লুডি  ভাতার সাব ডিভিশনের আধিকারিক দিব্যেন্দু চ্যাটার্জী যখন পৌঁছেছিলেন তখন গাছটি কেটে ফেলা হয়েছিল। যার ফলে গাছ আর বাঁচানো যায়নি। দুষ্কৃতীরা তাদের বেশ কিছু যন্ত্রপাতি ফেলে দিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নারায়ণপুর গ্রামে। বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি মন্ডল জানান, গ্রাম পঞ্চায়েতের কাছে লিখিত কোন অনুমতি নেয়া হয়নি। তাই গাছ অবৈধভাবে কাটছিল।

অপরদিকে পি ডব্লিউ ডি এর আধিকারিক দিব্যেন্দু চ্যাটার্জী জানান আমি বিষয়টি ভাতার থানার জানিয়েছি। আমাকে উচ্চ আধিকারিক যা নির্দেশ দেবেন সে মত আমি কাজ করবো।

Related posts

ভ্যাকসিনের জন্য রাত দুটো থেকে লাইন পূর্বস্থলীতে

E Zero Point

ভোটের প্রচারঃ ফ্লেক্সের ভিড়ে দেওয়াল লিখন হারাতে বসেছে

E Zero Point

সাধারণ মানুষের পাশে বিএসএফ

E Zero Point

মতামত দিন