26/04/2024 : 9:48 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

হাসপাতালে না গিয়ে ওঝার বাড়ি, সাপের কামড়ে মৃত্যু পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৩০ সেপ্টেম্বর, ২০২০:


মাঠে কাজ করার সময় সাপের কামড়। হাসপাতালে প্রথমে না নিয়ে এসে প্রথমে ওঝা বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক। অবশেষে অবস্থার অবনতি হলে কালনা হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পরেই মৃত্যু হল শমনী মুরমু নামে এক মহিলার।

ঘটনাটি পূর্বস্থলী থানার অন্তর্গত মুকসিম পাড়া পঞ্চায়েতের কুবাজপুর গ্রামের। গতকাল বিকেলে তাঁকে সাপে কামড়ায়, এর পরই নানান ভাবে ঝাড়ফুক চলায় ওই এলাকার এক ওঝা। এর পরেই অবস্থার অবনতি হলে কালনা মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজ ভোর রাতে তার মৃত্যু হয়। উক্ত ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া।

Related posts

মেমারিতে আমফান ক্ষতিগ্রস্তদের পাশে টিম আঁচল

E Zero Point

আমফানে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবিতে গোবরডাঙ্গা পৌরসভায় বামফ্রন্টের ডেপুটেশন

E Zero Point

জৌগ্রামে অঙ্গনওয়াড়ি স্কুলের শিশুদের প্রাপ্য খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগ

E Zero Point

মতামত দিন