29/03/2024 : 1:05 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে ১৭২ ও জেলায় ৫৬১ জন করোনা আক্রান্ত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৮ এপ্রিল ২০২১:


মঙ্গলবার ৬০০ জন করোনা আক্রান্ত হওয়ার পর আজ কিছুটা কম। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৫৬১ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে,  এবং আজ ২ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৭৭৪৫ জন।  মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ১৯৪ জনের মৃত্যু হয়েছে। ১৩২৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৪২৮০ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ১৩, আউসগ্রাম২ – ৪০, বর্ধমান পৌরসভা – ১৭২, ভাতার -২৯, বর্ধমান১- ২৪, বর্ধমান২- ১৯, দাঁইহাট পৌরসভা- ০, গলসী১ – ৪৬, গলসী২ -১১, গুসকরা পৌরসভা –  ৩, জামালপুর – ৪, কালনা পৌরসভা – ১১, কালনা১ – ৯, কালনা২ – ৫, কেতুগ্রাম১ – ১৫, কেতুগ্রাম২ – ১৭, কাটোয়া পৌরসভা – ২৮, কাটোয়া১ – ৩, কাটোয়া২ – ৭, খন্ডোঘোষ – ২, মেমারি১ -২৪, মেমারি২ – ১১, মেমারি পৌরসভা – ৯, মন্তেশ্বর-৮, মঙ্গলকোট – ১০, পূর্বস্থলী১ – ১১, পূর্বস্থলী২ – ৪, রায়না১ – ১০, রায়না২ – ৩, অন‍্যান‍্য জেলা – ১৪ জন আক্রান্ত হয়েছেন।

 

 

 

 

 

 

Related posts

জিআরও দপ্তর স্থানান্তরের দাবি আইনজীবীদের 

E Zero Point

প্লাইউডের গোডাউনে আগুন

E Zero Point

মুর্শিদাবাদে কর্মবিরতি রেখে স্বাস্থ্য কর্মীদের ডেপুটেশন

E Zero Point

মতামত দিন