26/04/2024 : 10:09 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটের চানক অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ৩০ ডিসেম্বর ২০২০


মঙ্গলকোটের চানক অঞ্চলে ডেঙ্গু ও মশা প্রতিরোধে পঞ্চায়েত থেকে জীবাণুনাশক স্প্রে করা হল। চানক পঞ্চায়েতের পক্ষ থেকে আদিবাসী ব্যক্তি নরেন কোঁড়া ডেঙ্গু প্রতিরোধের জন্য স্প্রে করছেন এবং মানুষকে সচেতন করছেন।

তিনি এর আগে মল্লিকপুর ,রামনগর, চকপরাগ ইত্যাদি গ্রামগুলি স্প্রে করে এসেছেন। তাদের এলাকা ভাগ আছে। তিনি জানান মাসে মজুরি হিসেবে প্রায় ৩০০০ টাকা তিনি পান। এবং তিনি তাতেই খুশি । এভাবেই নরেন কোঁড়া পঞ্চায়েত এর পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে প্রতিনিয়ত মানুষকে সচেতন করে চলেছেন।

 

Related posts

জমি ব্যবসায়ীকে গুলি

E Zero Point

কালনার বড় ধামাসে কৃতি ছাত্র সম্বর্ধনা 

E Zero Point

স্বাধীনতা দিবসের দিন বিক্ষোভের মুখে পড়লেন জেলা শাসক

E Zero Point

মতামত দিন