06/05/2024 : 8:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

কৃষি দিবস উপলক্ষে কৃষকদের সম্মান জানালো ব্যাঙ্ক অফ বরোদা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৮ অক্টোবর, ২০২০:


আগামী ১৬ ই অক্টোবর কৃষি দিবস। সেই উপলক্ষে মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত চন্দ্রপুরে
ব্যাঙ্ক অফ বরোদার ৫ ঘড়া শাখার উদ্যোগে প্রায় ২৫ জন কৃষি ও স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের সম্বর্ধনা জানানো হলো।

গোটা দেশজুড়ে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর এই কৃষি দিবস পালন করছে ব্যাঙ্ক অফ বরোদা।
তাই আজ মঙ্গলকোটের চন্দ্রপুরে তারা কৃষি দিবস পালন করল।
মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত কৃষক ব্যাঙ্ক অফ বরোদা থেকে কৃষি লোন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তাদেরকে সম্মান জানানো হয় আজ।


পাশাপাশি সয়ম্বর গোষ্ঠীর মহিলারাও ব্যাংক থেকে লোন নিয়ে হাঁস, গরু-ছাগল পালন করে তারাও প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকেও সম্মান জানানো হয় আজ।
৫ ঘড়া ব্যাংকের ম্যানেজার পারভেজ আহমেদ জানান, আমরা আজকে একটা ফ্রি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল ব্যাংক। প্রায় ১০০ জন কৃষকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবিরে।

উপস্থিত ছিলেন রাজ্যের জোনাল ম্যানেজার দেবব্রত দাস পূর্ব বর্ধমান জেলার জোনাল ম্যানেজার শান্তনু মুখোপাধ্যায় কাটোয়া ১ নম্বর ব্লকের ব্লক আধিকারিক বদ্রুজ্জুহা,।

Related posts

মেমারিতে ব্রহ্মা পুজো

E Zero Point

পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে চতুর্থ তলায় আগুন

E Zero Point

পারিবারিক বিবাদ: গৃহবধূকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ

E Zero Point

মতামত দিন