25/04/2024 : 7:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারের ক্ষেত মজুরে বজ্রপাতে মৃত্যু,পরিবারে শোকের ছায়া

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৮ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারুন গ্রামে দুধু কুমার দাস নামে এক যুবক মাঠে কীটনাশক দিয়ে ফেরার সময় বজ্রপাতে মারা গেলেন। এলাকায় শোকের ছায়া।

স্থানীয় সূত্রের খবর দুধু কুমার দাস ক্ষেত মজুরের কাজ করেন অন্যের বাড়িতে। গতকাল বারোটার পর তিনি মাঠে কীটনাশক দিতে গিয়েছিলেন ধান জমিতে। তিনি একাই ছিলেন। হঠাৎ করে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। তারপর শুরু হয় বৃষ্টিপাত ।তিনি তড়িঘড়ি বাড়ির দিকে রওনা দেন। কিন্তু বাড়ি ফেরে তার হলো না ,বাড়ি ঠিক ১০০ মিটার দূরে বজ্রপাতে মারা গেলেন দুধুকুমার দাস ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। দুদকুমার দাসের বাড়িতে রয়েছেন মানসিক ভারসাম্যহীন স্ত্রী।

১৩ বছরের একটি কন্যা, লক্ষ্মী দাস জানান, মা ভালোভাবে কথা বলতে পারেনা, বাবার সঙ্গে কথা বলে দিন সময় কাটতো। কিন্তু আমার বাবাই তো মারা গেল। কিভাবে আমি বাঁচবো, আর বুঝতে পারছি না। আমার কি করে পড়াশোনা হবে। আমাকে কে দেখবে। তার এই কথায় কান্নাই ভেঙে পড়ে গ্রামের একাংশ মানুষ।

 

Related posts

ভাতারে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট

E Zero Point

জয়েন্টে পরীক্ষা দিতে পেরেছেন রাজ্যের মাত্র ২৫ শতাংশ পরীক্ষার্থীঃ মুখ্যমন্ত্রী

E Zero Point

সাধারণ মহিলাদের প্রতারণা করে, ঋণের টাকা আত্মসাৎ করে ফেরার মেমারির গৃহবধূ

E Zero Point

মতামত দিন