06/05/2025 : 10:53 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কমরেড অশোক ব্যানার্জ্জীর স্মরণসভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, সাতগেছিয়া, ৫ নভেম্বর, ২০২০:


গতকাল ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) মেমারী-২ এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড অশোক ব্যানার্জ্জীর স্মরণসভা অনুষ্ঠিত হলো শ্রীধরপুর হাটতলায়। তিনি শ্রীধরপুর কো-অপারেটিভে ওনার বড় অবদান ছিল, রাজ্য সমবায় আন্দোলনের পুরোধা ছিলেন।


প্রয়াত কমরেড অশোক ব্যানার্জ্জীর ছবি তে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয়, মাল্যদান করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মদন ঘোষ, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড তাপস চট্টোপাধ্যায় এরিয়া কমিটির সম্পাদক কমরেড অশেষ কোনার, স্ত্রী কমরেড গৌরী ব্যানার্জ্জী সহ উপস্থিত নেতৃত্ব ও পরিজনরা।
স্মৃতিচারণা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মদন ঘোষ , পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড তাপস চট্টোপাধ্যায়।
সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড অশেষ কোনার।

Related posts

হাবরা সমব্যায় ব্যাংকের দুর্নীতি

E Zero Point

পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গর্ভবর্তী ও শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ

E Zero Point

কেন্দ্রের কৃষি বিল ও মনীষা বাল্মিকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তারকেশ্বরে

E Zero Point

মতামত দিন