06/05/2025 : 10:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারের আমবোনাই গাড়ি অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১০ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমবোনা গ্রামের কাছে চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার ১ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ জানায় ধৃতের নাম সঞ্জয় সিংহ(৩৫)। কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় তার বাড়ি।এদিন ভোরে কলকাতা থেকেই তাকে গ্রেফতার করা হয়।

রবিবার যাত্রী সেজে চালককে মারধর করে একটি সুইফট ডিজায়ার গাড়ি ছিনতাই করে পালায় ৩ দুস্কৃতী।এরপরই ভাতার থানার পুলিশ নড়েচড়ে বসে এবং তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গাড়ি টি কোথায় রয়েছে বাকি দুষ্কৃতীদের কোথায় রয়েছে তা জিজ্ঞাসাবাদ করার জন্য ওই ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতের চেয়েছে ভাতার থানার পুলিশ।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Related posts

বেআইনি জুয়ার আসরের প্রতিবাদ করায় এবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা

E Zero Point

গোখরো সাপ উদ্ধার

E Zero Point

রায় পরিবারের জগদ্ধাত্রী পূজা কাটোয়ায়

E Zero Point

মতামত দিন