05/05/2024 : 12:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে জনকল্যাণ সমিতির পুজোর উদ্বোধনে জেলা পরিষদের ভূমি কর্মাদক্ষ।

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৩ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রাম নিবেদন জনকল্যাণ সমিতির দূর্গা পূজার শুভ সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার।
প্রতিবছরই থিমের পুজো করে থাকে এই ক্লাব, কিন্তু করোনাভাইরাস এর জন্য সেই থিমের খরচা বাঁচিয়ে ৩০০ জন দারিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ক্লাব সদস্যরা।
ক্লাবের এই উদ্যোগে খুশি গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ।


জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার জানান,এবছর মানুষের অর্থনৈতিক কাঠামো খুবই খারাপ ।অনেক মানুষ অর্থনৈতিক কাঠামোর জন্য নতুন বস্ত্র কিনতে পারেনি। ক্লাবের উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি।পাশাপাশি প্রত্যেকটা মানুষকে মাস্ক ও সেন্টার দিচ্ছে ক্লাবের সদস্যরা।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Related posts

ডাকাত সন্দেহে গ্রেপ্তার মেমারির চার যুবক

E Zero Point

কেতুগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার

E Zero Point

রিক্সায় সিয়াচেন অভিযান সত্যেনের, মেমারিতে সংবর্ধনা

E Zero Point

মতামত দিন