19/05/2024 : 7:36 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পর পর ৩ জায়গায় ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত ২ আহত ৪

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ২ ডিসেম্বর, ২০২০:


হবিবপুর থেকে মালদা শহরে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পর পর ৩ জায়গায় ধাক্কা অ্যাম্বুলেন্সের।  বেপরোয়া অ্যাম্বুলেন্স এর ধাক্কায় মৃত ২ আহত ৪। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে।
আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যাবেলায় কেউ চায়ের দোকানের সামনে আড্ডা মারছিলাম কেউবা কাছের
সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স ধাক্কা মারে যাত্রীবাহী অটোতে। এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়। দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম, রুপম সাহা(২৩)বাড়ি পুরাতন মালদার নিমুয়া কামাতে এলাকায়।
সাইদুল সেখ(৩৫)। বাড়ি পুরাতন মালদা এলাকায়।
জানা গিয়েছে মালদা শহরে ঢোকার পথে প্রথমে একটি ষাঁড়কে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। এরপর একটি যাত্রীবোঝাই অটো এবং শেষে একটি গাছে ধাক্কা মারে। গুরুতর জখম হন অ্যাম্বুলেন্স চালক।

আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

Related posts

দুর্গাপুরের অন্ডাল গ্রামে গাড়ির ধাক্কায় আহত মহিলা

E Zero Point

আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

E Zero Point

যুব তৃণমূলের শীতবস্ত্র বিতরণ মেমারিতে

E Zero Point

মতামত দিন