25/04/2024 : 4:46 PM
আমার বাংলাকোন্নগরদক্ষিণ বঙ্গহুগলি

শিক্ষিত সমাজে অমানবিক ছবি, অসহায় বৃদ্ধের ঠাঁই নেই

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী,  কোন্নগর, ১১ অগস্ট ২০২০:


চরম অমানবিকতার ছবি ধরা পড়লো হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম বিধানপল্লী এলাকায়।ওই এলাকার বাসিন্দা বৃদ্ধা কাজল রায় তার দাদা উষা চন্দের বাড়িতে থাকতেন।বৃদ্ধার দাদা প্রাক্তন সেনাকর্মী ও পরে অবসরপ্রাপ্ত ব্যাংকর্মী। অসহায় বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বৃদ্ধার দাদা ও বৌদির বিরুদ্ধে।গতকাল বিকালে ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।ওই বৃদ্ধাকে অসহায় ভাবে রাস্তায় ঘুরতে দেখেন কিছু স্থানীয় ছাত্রীরা।তারা খবর দেয় কানাইপুর ফাড়ির পুলিশকে।এরপর পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে তার দাদার বাড়িতে রেখে আসে।কিন্তু এরপর আবার ওই বৃদ্ধাকে বাড়িতে রাখতে অস্বীকার করে তার দাদা ও বৌদি।স্থানীয় বৃদ্ধাশ্রমে ছেড়ে আসার পরিকল্পনা করা হয়।কিন্তু করোনা আবহে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসা সম্ভব হয়নি বৃদ্ধাকে।এরপর সোমবার সকালে এই খবর পেয়ে বৃদ্ধার বাড়িতে পৌঁছায় নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার ও কানাইপুর ফাড়ির পুলিশ।এরপর উপপ্রধানের ও পুলিশের হস্তক্ষেপে অসহায় বৃদ্ধাকে রাখতে রাজি হয় বৃদ্ধার দাদা বৌদি।যদিও জানা গেছে ওই বাড়িটি বৃদ্ধার ভাইপোর নামে,এবং ভাইপো তার পিসিকে রাখতে রাজি আছে কিন্তু বাবা মায়ের চাপে কিছু করতে পারেনি।কিন্তু প্রশ্ন উঠছে এই শিক্ষিত সমাজে আর কত দেখতে হবে এরকম অমানবিক ছবি।

Related posts

স্বামীজির জন্মদিনে শোভাযাত্রা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে

E Zero Point

সম্প্রীতির আবহে দুর্গাপুজোর বস্ত্র বিতরণ

E Zero Point

সিদ্দিকুল্লাহের প্রত্যাবর্তনে আর বিজেপির বাড়বাড়ন্তে দুশ্চিন্তায় জোড়াফুলের একাংশ

E Zero Point

মতামত দিন