25/02/2024 : 2:06 PM
KMC Election 2021আমার বাংলাকলকাতা

কলকাতা পুরভোটে উদ্দীপ্ত নয় বিজেপি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৪ ডিসেম্বর ২০২১:


২০১৯-এ বিজেপি যে সাফল্য এলেছিল লোকসভা নির্বাচনে তার প্রতিফলন পড়েনি ২০২১-এর বিধানসভায়। বিজেপি বাংলার প্রধান বিরোধী দল হয়েছে, তা ঠিক। কিন্তু তৃণমূলকে হারিয়ে সরকার গড়ার যে বাতাবরণ তৈরি হয়েছিল কার্যত সেই আশার পরিসমাপ্তি হয়েছে বিধানসভা নির্বাচনে। রাজনৈতিক মহলে মনে করেছিল, এবার পুরসভায় নিশ্চয় বিজেপি ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তেমন কোনও উদ্দীপনা দেখা যায়নি বিজেপির মধ্যে।

একুশের নির্বাচনে যেভাবে তারকা প্রার্থী তথা প্রচারকদের সামনে রেখে তোলপাড় করা হয়েছিল, ফলাফলের পর থেকেই তা ভাঙতে শুরু করেছে। আর তা কলকাতা পুরসভার নির্বাচনের আগে তলানিতে এসে ঠেকেছে। এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, ‘‌এখনও প্রচার সেভাবে শুরু হয়নি। ৭ তারিখের পর সকলেই প্রচারে নামবেন।’‌


Related posts

কংগ্রেস ও সিপিএমের যৌথ উদ্যোগে বিক্ষোভ অবস্থান মুর্শিদাবাদে

E Zero Point

আউসগ্রামের ডোকরা শিল্পীদের পাশে বেসরকারি কলেজ

E Zero Point

ডবল ইঞ্জিনের গল্প

E Zero Point

মতামত দিন