জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৪ ডিসেম্বর ২০২১:
রাজ্যের শাসক দল জনগণের দুয়ারে পৌঁছে গেছে। এবার কলকাতা পুরভোটে বামেদের ইস্তেহারে তারা জনগণের দুয়ারে ঢুকে উঠোনে পৌঁছানোর আশ্বাস দিলেন। করোনা কালে ছাত্রছাত্রীদের লেখাপড়া স্তব্ধ হয়ে গিয়েছিল। একমাত্র বামেরাই এব্যপারে বিভিন্ন পদ্ধতিতে উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার ব্যপারে আগ্রহী হয়েছিল। আর তারই প্রতিফলন দেখা গেল কলকাতা পুরভোটে সবার আগে প্রকাশিত বামফ্রন্টের ইস্তেহারে।
ইস্তেহারে বামেদের আশ্বাস, বস্তি এলাকাগুলিতে স্কুলছুটদের ফেরাতে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে পুরসভার স্কুলগুলি পৌঁছে যাবে সংশ্লিষ্ট বস্তিতে। বস্তিতে বস্তিতে গড়ে তোলা হবে ‘কমিউটিনি লার্নিং সেন্টার’। তা ছাড়া উঠোনে পাঠশালার মাধ্যমে খুদে পড়ুয়াদের পুষ্টিকর সুষম খাবারের জন্য মিড ডে মিলের সুবিধাও দেওয়া হবে।
১৫ পাতার ডিজিটাল নির্বাচনী ইস্তেহারে একাধিক ইস্যুর কথা তুলে ধরা হয়েছে। তার মধ্যে অন্যতম কর্মসংস্থান। ১০০ দিনের কাজের পরিধি বৃদ্ধি। শহরে ছোট, পরিবেশবান্ধব শিল্প তৈরির উদ্যোগ। প্রত্যেক ওয়ার্ডে শ্রমজীবী ক্যান্টিন এবং শ্রমজীবী বাজার চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দূষণমুক্ত কলকাতা শহর উপহার প্রভৃতি।
বিধানসভা নির্বাচনে বাম শূণ্য বিধানসভা হলেও বামফ্রন্টের আশা মানুষ তাদের উপর ভরসা রাখেন। আর সেই ভরসাই তারা কলকাতা পুরভোটে লড়াইয়ে নামছেন।