26/04/2024 : 11:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অপরিকল্পিত লকডাউনের প্রতিবাদে মেমারিতে সিটুর প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৯ অগাস্ট ২০২০:


আজ মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সি.আই.টি.ইউ.-এর উদ্যোগে মেমারি জিটি রোড সিআইটিইউ অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে জিটি রোড চৌমাথার মোড়ে মিছিল শেষ হয় এবং সেখানে একটি সভা হয় । সভায় বক্তব্য রাখেন প্রশান্ত কুমার ও পিযুষ বিশ্বাস।
সিটু নেতা পিযুষ বিশ্বাস তার বক্তব্যে বলেন, কারোর সাথে আলাপ আলোচনা না করে মেমারি পৌরসভা এলাকায় যে অপরিকল্পিতভাবে লকডাউন করা হচ্ছে তাতে ছোট বড় ব‍্যবসায়ী থেকে শুরু করে টোটো চালক, রিস্কা চালকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিকেলের পর যেসব ফঙড স্টল রাস্তায় বসে পুলিশ তাদের অমানবিক ভাবে তুলে দিচ্ছে অথচ রেস্টুরেন্ট রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। তিনি বলেন করোনা আবহে পৌরসভার কোন ড্রেন পরিস্কার করা হচ্ছে না, স‍্যানিটাইজড করা হচ্ছে না। দীর্ঘ দিন ধরে পৌরসভা এলাকায় জনপরিষেবা কাজ বন্ধ। আমরা অনেকবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দিতে যায় কিন্তু মেমারি পৌরসভায় প্রশাসকের দেখা পাওয়া যায়না এবং ডেপুটেশন জমা নেন না। আগামীদিন সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত না নিলে আমরা বৃহত্তর আনন্দোলনের প্রস্তুতি নেবো।

 

Related posts

সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি: পথ-সচেতনায় পথে পুলিশ প্রশাসন

E Zero Point

হলদিবাড়িতে বর্ষবরণ অনুষ্ঠান

E Zero Point

অমাবস্যার দিন ভক্তের সমাগম দোহালিয়া কালী মন্দিরে

E Zero Point

মতামত দিন