জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১২ জুলাই ২০২২:
বর্ধমান জেলা পরিষদের নির্মিত পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের আমাদপুর অঞ্চলের আমাদপুর বাজার তলা থেকে রথ তলা পর্যন্ত পাকা রাস্তার শুভ উদ্বোধন হলো মঙ্গলবার।
উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সমাধিপতি দেবু টুডু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখ মোয়াজ্জেম, শিক্ষা কর্মধ্যক্ষ আব্দুল হালিম, স্বাস্থ্য কর্মধ্যক্ষ মৌসুমী মন্ডল, খাদ্য কর্মধ্যক্ষ নমিতা কর, আমাদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাধনা হাজরা সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা।