জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১২ জুলাই ২০২২:
জায়গা জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে আক্রান্ত দাদা। মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের এক নম্বর গভমেন্ট কলোনি এলাকায়। জানা গেছে আক্রান্তের নাম রাহুল প্রসাদ। জায়গা জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে তার ছোট ভাই রোহিত প্রসাদের সাথে গন্ডগোল।
আক্রান্ত রাহুল প্রসাদের অভিযোগ এই নিয়ে থানায় একাধিকবার অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু তারপরও এদিন সকালে তার ভাই আচমকা তার উপর হামলা করে। ইট এবং ধারালো হাঁসুয়া কোপে মাথা ফেটে যায় তার। এরপর রক্তাক্ত অবস্থায় রাহুল প্রসাদ কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।