26/04/2024 : 6:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

মমতাময়ী বিডিও সুবর্ণা মজুমদার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  বর্ধমান, ১১ ডিসেম্বর, ২০২০:


ভৈটে নিবাসী লক্ষ্মী হেমরম, দারিদ্র্যতার আঁচড় কেটে, হাঁটতে হাঁটতে পৌঁছে গেল বর্ধমান ২ ব্লক আধিকারিক উন্নয়ন অফিসে। খাদ্য হীন, অসহায় সে বৃদ্ধা, অত্যাচারিত হয়ে, সন্তান যে তার, খাদ্য দেয় না, শুধু করে যে আঘাত চোখ ভরা জলে, মায়ের কান্না বড়ো বেদনার।

সেই বেদনার শব্দ রাশি বিঁধেছে বি.ডি.ও-র কানে। তিনি বি.ডি.ও ম্যাম সুবর্ণা মজুমদার হৃদয়ের মানুষ । তাই তিনি সব কাজ ফেলে বৃদ্ধার জন্য ছিল ব্যস্ত।
নিজের সাধ্য মতো চাল ,ডাল ,কাপড়, টাকা দিয়েছেন। বৃদ্ধা নিজের ঠিকানা পর্যন্ত সঠিক বলতে পারেনা। বিডিও ম্যাডাম খোঁজখবর নিয়ে তার ঠিকানা যোগাড় করে একটি টোটো ভাড়া করে তার বাড়িতে তাকে পৌঁছে দেয়।

Related posts

ভ্রাম্যমান বাসে রক্তদান শিবির বড়শুলে

E Zero Point

বার কাউন্সিল কে স্মারকলিপি ‘সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চে’র

E Zero Point

দুর্গাপুজো উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্রদান মেমারিতে

E Zero Point

মতামত দিন