21/03/2023 : 1:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

বাসের ধাক্কায় মৃত এক ব্যক্তি, এলাকায় উত্তেজনা

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১২ জুলাই ২০২২:


মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাট বাসস্ট্যান্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে এক ব্যক্তিকে । তার পাশে থাকা আরো দুজন আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসে মঙ্গলকোট ব্লক হসপিটালে। সেখানে চিকিৎসকরা ঘোষণা করে মৃত ব্যক্তির নাম নিয়ামতুল্লা শেখ, বাড়ি মঙ্গলকোটের বরাগর গ্রামে।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই মঙ্গলকোট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে থানায়। এরপর সেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হলো কাটোয়া হসপিটালে। সমগ্র ঘটনা কে কেন্দ্র করে মঙ্গলকোটের নতুনহাট বাসস্ট্যান্ডে তীব্র চাঞ্চল্য ছড়ায় । পুলিশ পরিস্থিতির মোকাবেলা করে।

Related posts

চা চক্রের মাধ্যমে জনসংযোগঃ মেমারি শহরের সমস্যার সমাধান হবে কি ?

E Zero Point

কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে?

E Zero Point

রেকর্ড সংশোধনী শুনানিতে আইনজীবী কে বহিষ্কার, দাবি

E Zero Point

মতামত দিন