18/05/2024 : 11:13 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

সজল ধারা প্রকল্পের পানীয় জল বন্ধ থাকায় দুই পাড়ার মধ্যে বিবাদ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৩ ডিসেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমানের ভাতার থানার সাহেবগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বিঘড়া গ্রামের পানীয় জল প্রকল্পের পাম্পে তালা লাগানোর জেরে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠলো, ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ।
পুলিশ উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করে পুনরায় পানীয় জল চালু করে।

স্থানীয় সূত্রে জানা ভাতারের বিঘড়া গ্রামে একটি সজলধারা প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ হয়। পাঁচজনের জনের একটি কমিটি দ্বারা এই প্রকল্পটির পরিচালিত হয় এবং পাম্প চালানোর দায়িত্বে রয়েছেন ওই গ্রামের বাসিন্দা বুদ্ধদেব সামন্ত। গতকাল উনি বাড়িতে না থাকায় তার স্ত্রী সজল ধারা প্রকল্প পানীয় জল দেরিতে চালু করায় ওই গ্রামে দাসপাড়ার বাসিন্দারা ওই মহিলাকে গালিগালাজ করে বলে অভিযোগ বুদ্ধদেব সামন্তের স্ত্রীর। এর ফলে বুদ্ধদেব সামন্ত স্ত্রি পাম্প চালু না করে বাড়ি চলে যায় ।
এরপরই উত্তেজনা চরমে পৌঁছায়। দাস পাড়ার বাসিন্দারা পানীয় জল না পেয়ে ওই প্রকল্প ঘরটি তালা ঝুলিয়ে দেয়।

দাসপাড়া লোকজন যেই তালা মারে তখনই তা নিয়ে মাঝেরপাড়া সঙ্গে ব্যাপক ঝগড়া সৃষ্টি হয়।

আজ সকাল থেকেই দুই পাড়ার লোকজন জড়ো হলে উত্তেজনা চরমে পৌঁছায়। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জল-সরবরাহ স্বাভাবিক করে।
পানীয় জল-সরবরাহ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

Related posts

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নবম রাজ্য সম্মেলন মেমারিতে

E Zero Point

একটি জায়গাতে আধার কার্ড সংশোধন কেন্দ্র খোলা হয় ভোগান্তি কান্দি মহকুমার সাধারণ মানুষের

E Zero Point

কমরেড মহম্মদ সেলিম করোনা সংক্রমিত

E Zero Point

মতামত দিন