05/05/2024 : 7:14 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির তৃণমূল নেতৃত্বের নেতাজী জয়ন্তী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৩ জানুয়ারি ২০২১:


দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্মদিবস পালন করলেন মেমারি শহরের তৃণমূল নেতৃত্ব ও সংগঠনগুলি।

মেমারি শহর তৃনমুল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানালেন মেমারি বিধানসবার প্রাক্তন বিধায়ক ডঃ আবুল হাসেম মন্ডল, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত চট্টোপাধ্যায়, সহঃসভাপতি আশীষ ঘোষদস্তিদার, জয়হিন্দ বাহিনী সভাপতি অজিত সিং সহ সকল নেতৃত্ব ও ছাত্রছাত্রী গন।

পূ্র্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত মেমারি ব্লক তৃণমূল মাধ‍্যমিক শিক্ষক সমিতির অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পুষ্পার্ঘ্য প্রদান করেন নেতাজীর প্রতিকৃতিতে। এছাড়াও মাল্যদান করেন শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক,  সৌমিত্র চ‍্যাটার্জী, পাটোয়ারী মান্ডি, আশিষ রায় সহ অন্যান্যরা।

মেমারি কৃষ্ণবাজারে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী। জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মার উদ‍্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, সংখ‍্যা লঘু সেলের জয়হিন্দ বাহিনীর শহর সভাপতি অজিত সিং, শহর সভাপতি ফারুক আব্দুল্লা, শুভেন্দু গুহ সহ অন‍্যান‍্য নেতৃত্ব।

 

Related posts

মেমারি কলেজ ছাত্রীকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি

E Zero Point

নবান্নের পঞ্চায়েত আধিকারিকের পরিচয় দিয়ে প্রধানকে প্রতারণার চেষ্টা

E Zero Point

ভাতার পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে পাট্টা বিতরণ

E Zero Point

মতামত দিন