25/04/2024 : 7:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে সিধু -কানু-র স্মরণে হুল দিবস পালন

স্বদেশ মজুমদারঃ ইংরেজদের বিরুদ্ধে সিধু, কানু চাঁদ ভৈরব, ফুলো, ঝানো যে আত্ম বলিদান সেই নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয়। জোতদার জমিদার সুদখোর মহাজন সাধারণ আদিবাসী সম্প্রদায়ের ওপর যে অকথ্য অত্যাচার করত তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এরা শহীদ হয়েছিল।

এই মহান শহীদদের আত্মবলিদান দিনে গত ৩০ জুন হুল দিবসের মাধ্যমে স্মরণ করল মেমারি -১ পঞ্চায়েত সমিতি ও মেমারি-১ ব্লক। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেমারি হাটপুকুর থেকে বিডিও প্রাঙ্গণে পৌঁছে সেখানে আদীবাসী আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি-১ সমষ্টি উন্নয়ণ আধিকারিক বিপুল কুমার মন্ডল, তৃণমূল নেতা মধুসূদন ভট্টাচার্য, কর্মাধ‍্যক্ষ সনাতন হেমরম, শিক্ষক মহাদেব টুডু সহ প্রমুখ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তি বর্গ।

Related posts

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু

E Zero Point

৯ টি রাজ্যের হবু জেলা প্রেসিডেন্টদের প্রশিক্ষন রোটারীর

E Zero Point

পান্ডুয়া ব্লক বিদ্যুৎদপ্তরের কর্মীর উদ্যোগে খাদ্য সামগ্রী দান

E Zero Point

মতামত দিন