29/03/2024 : 12:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

অস্থায়ী সিকিউরিটি গার্ডদের কাজ চলে যাওয়ায় বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৭ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর মাহাচান্দা পাওয়ার হাউসের সামনে অস্থায়ী সিকিউরিটি গার্ডরা বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ তাদের 4 জন অস্থায়ী সিকিউরিটি কর্মী কে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে।
যতদিন না ওই চার ব্যক্তি কে পুনরায় কাজে নিয়োগ করা হবে ততদিন তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে।

বিকাশ কোলে জানাই, যে কোম্পানির মাধ্যমে আমরা এই সিকুরিটি গার্ডের কাজে ঢুকেছে তারা আমাদের নিয়ে ব্যবসা করছে। আমরা করনা আবহে দারুণভাবে ডিউটি করেছি। আমাদেরকে কাজ থেকে ছাড়িয়ে দিয়ে পুনরায় মোটা টাকা নিয়ে অন্য কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে।
অপরদিকে বিদ্যুৎ দপ্তর এর আধিকারিক প্রসেনজিৎ মন্ডল জানান,এই অস্থায়ী কাজ চলে যাওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনো রকম তথ্য নেই। তার কারণ যে সমস্ত সিকিউরিটি কোম্পানি এদের কাজে লাগিয়েছেন তারা এদেরকে কাজ থেকে বাতিল করেছে । এ বিষয়ে আমরা কোনো তথ্য দিতে পারব না।

Related posts

পূর্ব বর্ধমানে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে

E Zero Point

ভগবানের কোয়ারেন্টাইন শেষ হল এবার

E Zero Point

বাড়ি বাড়ি ফুড-কুপন পৌঁছানোর বাহকরাই নিরন্ন

E Zero Point

মতামত দিন