13/05/2024 : 1:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমান শহরে ১১০ জন করোনা আক্রান্ত, পূর্ব বর্ধমানে ২৭৩

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৩ এপ্রিল ২০২১:


পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ২৭৩ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং আজও ১ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৫৩০০ জন।  শুক্রবার পর্যন্ত জেলায় মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছে। ১২৫৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ২৫৮২ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ২, আউসগ্রাম২ – ৮, বর্ধমান পৌরসভা – ১১০, ভাতার -১০, বর্ধমান১- ১৫, বর্ধমান২- ২২, দাঁইহাট পৌরসভা- ০, গলসী১ – ৮, গলসী২ -৮, গুসকরা পৌরসভা –  ০, জামালপুর – ১১, কালনা পৌরসভা – ৩, কালনা১ – ৫, কালনা২ – ০, কেতুগ্রাম১ – ০, কেতুগ্রাম২ -১, কাটোয়া পৌরসভা – ৪, কাটোয়া১ – ১, কাটোয়া২ – ১, খন্ডোঘোষ – ৭, মেমারি১ -১৮, মেমারি২ – ৬, মেমারি পৌরসভা – ৫, মন্তেশ্বর-৬, মঙ্গলকোট – ১, পূর্বস্থলী১ – ০, পূর্বস্থলী২ – ৩, রায়না১ – ১০, রায়না২ – ১, অন‍্যান‍্য জেলা – ৭ জন আক্রান্ত হয়েছেন।

পূর্ব বর্ধমান জেলা তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য।

 

 

Related posts

গ্যাস পাইপলাইনের কাজঃ কৃষি জমির ধান নষ্ট করার অভিযোগ মেমারিতে

E Zero Point

মেমারিতে ডিভিসিতে তলিয়ে মৃত্যুঃ দুই বন্ধু গ্রেপ্তার

E Zero Point

পানীয় জলের দাবীতে ভোট বয়কটের ডাক

E Zero Point

মতামত দিন