05/05/2024 : 7:32 AM
আমার বাংলাউত্তর বঙ্গদক্ষিণ দিনাজপুর

উত্তরবঙ্গে পাট চাষীদের মধ্যে নতুন উদ্যম

জিরো পয়েন্ট নিউজ – জয়দীপ মৈত্র, দক্ষিন দিনাজপুর, ৩ অগাষ্ট ২০২১:


চিরাচরিত প্রথায় পাট থেকে আঁশ বা তন্তু ছাড়ানোর প্রক্রিয়া সময় সাপেক্ষ। অনেক ক্ষেত্রে বিভিন্ন জলাশয়ে পাট পঁচানোর ফলে পাটের গুণগতমান এবং রং পরিবর্তন হয়ে যায়। পাট চাষীদের এই সমস্যা গুলি সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ এর আতমা প্রকল্প, একটি সমাধানসূত্র নিয়ে কৃষকের দুয়ারে হাজির। যন্ত্রচালিত পাট রিবোনার এমন একটি মেশিন এনেছে কৃষি দপ্তর। যার দ্বারা কাঁচা পাট থেকে মুহুর্তের মধ্যেই আঁশ বের করে নেওয়া সম্ভব, দ্বিতীয়ত সেই আঁশ অল্প জলে (সরাসরি মাটি/ কলার কান্ড না চাপিয়ে) ক্রিজাফ সোনা পাউডার দিয়ে পচিয়ে নিয়ে সোনালী তন্তু বের করা হয়। যার ফলে পাট চাষীদের মধ্যে নতুন উদ্যম দেখা দিয়েছে।


সমস্ত ব্যবস্থাপনায় সহ কৃষি অধিকর্তার করণ এবং কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র, বংশিহারি ব্লক, দক্ষিণ দিনাজপুর। কৃষি দপ্তরের এই অভিনব উদ্যোগে খুশি দক্ষিন দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের কৃষকরা। নতুন প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলা সহ আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামের পাট চাষ আরও অনেক বেশি অগ্রসর হতে পারবে বলে আশায় বুক বেঁধেছে, পাট চাষি থেকে শুরু করে কৃষি দপ্তরের আধিকারিকেরা।

Related posts

কুড়ি কেজি দুধে স্নান তৃণমূল কর্মীর!!!

E Zero Point

মানসিক অত্যাচারের শিকার হয়ে ভাতার ব্লক অফিস কর্মীর ইস্তফা

E Zero Point

কমরেড মুজফ্‌ফর আহমদের ১৩২ তম জন্মদিবস উদযাপন পান্ডুয়ায়

E Zero Point

মতামত দিন