28/04/2024 : 6:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বাধীনতার দিনে অভাবী মেধাবীর পাশে প্রয়াস

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৬ অগাষ্ট ২০২১:


৭৫ তম স্বাধীনতা দিবসের পূণ্য লগ্নে স্ত্রী অমৃতা ঘোষে স্মৃতি উদ্দ্যেশে মেধা বৃত্তি দান করলেন সুকান্ত ঘোষ। প্রতি বছর প্রয়াস এডুকেশন ফাউন্ডেশন অভাবী মেধাবী ছাত্রদের এককালীন ১০ হাজার টাকা পড়াশুনার খরচ চালানোর জন্য দিয়ে থাকেন। এবছর ২০২১ এর  অমৃতা ঘোষ স্মৃতি মেধা বৃত্তি র জন্য নির্বাচিত করা হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মেমারির রাধাকান্ত পুরের পূর্বা রায়কে। সে এবারে মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে।

জানা যা তার মা পেশয়া পরিচারিকা ও বাবা একটি ছোট ব্যবসা করলেও লকডাউনে তা বন্ধ হওয়ায় দিন মজুরির কাজ করে। রবিবার স্বাধীনতা দিবসের দিন সুকান্ত ঘোষের পরিবারের পক্ষ থেকে তার ভগ্নীপতি কার্তিক পাল পূর্বার হাতে এই মেধাবৃত্তি তুলে দেন।

Related posts

শুভ সূচনা সেহারাবাজার ২০২১-এর উৎসব কৃষি ও বইমেলা

E Zero Point

তৃনমূলের বঙ্গধ্বনি যাত্রার মহা মিছিল মেমারিতে

E Zero Point

মেমারি নতুন বাসষ্ট্যান্ডে তৃণমূলের নির্বাচনী সভা

E Zero Point

মতামত দিন