01/05/2024 : 7:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র ছাত্রীদের টিকাকরণ মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে

জিরো পয়েন্ট নিউজ অতনু ঘোষ, মেমারি, ২০ জানুয়ারি ২০২২:


তৃতীয় ঢেউ এবং ওমিক্রন সংক্রমণ এড়াতে ১৫ থেকে ১৮ বছরের স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের কো-ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে গোটা রাজ্যে জুড়ে। মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে আজ এই কর্মসূচি সমর্পণ হলো। কোভিড বিধি মেনে সুষ্ঠু ভাবে সমর্পণ হয়ছে। ১৫৮ ছাত্র ছাত্রীর টিকা সমর্পণ হয়।


বিদ্যালয়ের প্রতি ঘর গুলিতে ভ্যাকসিন দেবার আগে জীবাণুনাশক জীবাণুমুক্ত করে দেওয়া হয় ভ্যাকসিন পেয়ে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা।


ভ্যাকসিন নেওয়া ছাত্ররা জানিয়েছে ভ্যাকসিন দেওয়াতে আমরা খুব খুশী। এদিকে অভিভাবকেরা জানিয়েছেন, তাঁদের সকলেরই ডাবল ডোজ ভ্যাকসিন হয়েছে অথচ তাদের সন্তানদের না হওয়ায় আতঙ্কিত ছিলেন। স্কুল ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন কর্মসূচি গ্রহন করায় তাঁরা ভীষণ খুশী। মেয়ারি ১ বিডিও অফিস ও স্কুলর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।

Related posts

জয় হিন্দ বাহিনীর উদ্যোগে শিক্ষক দিবস পালন মেমারিতে

E Zero Point

একই দিনে নাবালিকাকে তিনবার ধর্ষণঃ জামালপুরে গ্রেপ্তার যুবক

E Zero Point

একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে বর্ধমান-কালনা রোড অবরোধ

E Zero Point

মতামত দিন