03/05/2024 : 10:03 PM
আমার বাংলাজীবন শৈলীদক্ষিণ বঙ্গধর্ম -আধ্যাত্মিকতাপূর্ব বর্ধমানমন্তেশ্বর

গুরু পূর্ণিমা পালন কল্পতরু ভবনে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর,  ১৪ জুলাই ২০২২:


ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পালন করা হলো কল্পতরু ভবনে। মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রামে কল্পতরু ভবনে ২৭  বছর ধরে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালন করা হলো। প্রত্যেক বছর জগন্নাথ দেবের রথের পর পূর্ণিমা ইতিতে, এই গুরু পূর্ণিমা হিসাবে সর্বত্র পালন করা হয়ে থাকে। কথিত আছে ব্যাসদেবের জন্মদিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে বা ব্যাস পূর্ণিমা হিসাবে সর্বত্র পালন করা হয়। এই দিনটি কি স্মরণ করে গুরু পরম্পরায় আজকের দিনটিকে পালন করে আসছেন সকল ভক্তবৃন্দরা।

আজকের দিনে কল্পতরু ভবনে বিশেষ পূজা, হোম যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যার বেলায় হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে বলে জানালেন মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন বাবলু রায় ও অমরেশ চ্যাটার্জী সহ সকল ভক্তবৃন্দ।

Related posts

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মেমারি ১ ব্লকে

E Zero Point

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘ধেড়ে ইঁদুর’ প্রসঙ্গে জামালপুরে বিস্ফোরক সৌমিত্র খাঁ

E Zero Point

মেমারিতে রাইসমিলের দুর্ঘটনাগ্রস্ত পরিবারবর্গকে সাহায্য

E Zero Point

মতামত দিন