17/05/2024 : 11:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শ্রমজীবী মানুষের জন্য সি.পি.আই(এম)এর মিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৬ মার্চ ২০২৩:


দিন দিন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে। অন্যদিকে সাধারন মানুষের আয় কমে যাচ্ছে। এই বৈষম্য দূর করার জন্যই দিল্লিতে আন্দোলনের আহ্বান জানানো হয়েছে। শুধু শ্রমজীবী মানুষরাই নন, কৃষকরাও কৃষিতে মার খাচ্ছেন। সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য আকাশছোঁয়া। অথচ কৃষকের ফসলের দাম নেই। বর্তমানে পেঁয়াজ ও আলু ওঠার সময়। এই ফসলের দাম নেই। আর এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট তোষণ নীতির জন্যই। এই সরকার মেহনতী মানুষ ও কৃষকদের স্বার্থ দেখছে না। তাই আগামী ৫ই এপ্রিল দিল্লি চলোর ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের বুকে কাঁপন ধরানোর জন্য।

রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে , পঞ্চায়েত নির্বাচনে সি.পি.আই(এম) প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে, আগামী ৫ ই এপ্রিল দিল্লীতে জমায়েত, ৩১ শে মার্চ সাতগেছিয়ায় মিছিল সহ বিভিন্ন দাবীতে শনিবার মেমারি-২ এরিয়া কমিটির অন্তর্গত পাহাড়হাটী বাজারে সি.পি.আই(এম)এর পক্ষ থেকে মিছিল করা হয়। উপস্থিত ছিলেন পার্টি নেতৃত্ব তাপস বসু, শান্তি ব্যানার্জ্জী, বাদল হেমব্রম, কাঞ্চন সরকার, সুমিত্রা ধারা সহ নেতৃত্ব কর্মী সমর্থক।

Related posts

মেমারিতে আমফান ক্ষতিগ্রস্তদের পাশে টিম আঁচল

E Zero Point

মেমারি পৌরসভার ১৩ ও ১৪ নং ওয়ার্ডে স্বাধীনতা দিবস উদযাপন

E Zero Point

করোনা যোদ্ধা পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের সম্মানপ্রদান

E Zero Point

মতামত দিন