28/03/2024 : 8:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পৌরসভার ১৩ ও ১৪ নং ওয়ার্ডে স্বাধীনতা দিবস উদযাপন

জিরো পয়েন্ট নিউজ, স্বদেশ মজুমদার, ১৫ অগাষ্ট, ২০২০:


লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা | বিপ্লবীদের অদম্য ইচ্ছা শেষ পর্যন্ত ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত বর্ষ |
ইংরেজ সরকারকে চিরতরে সরিয়ে দিয়ে সারা ভারতে উঠেছিল সেদিন তিরঙ্গা | সেই পতাকার সম্মান জানাতে
সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন | করোনা আবহের মধ্যে জাকজমক পূর্ণ না হলেও প্রত্যেক সরকারি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের তরফ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনকে মর্যাদার সঙ্গে স্মরণ করা হল।

মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে ক্লাব উদয়নে এবং তৃণমূল পার্টী অফিসে আজ সকলা পতকা উত্তোলন করা হল এবং উপস্থিত সকলের মধ্যে মাস্ক, মিষ্টি ও চকোলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে, ক্লাব উদয়নের সেক্রেটারী সন্তু নায়েক ও ক্লাবসদস্য ও পার্টীকর্মীরা।


অন্যদিকে মেমারি চেকপোস্টে শ্যামা কল্যাণ সংঘের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন ও মাস্ক বিতরণ করা হল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বিদ্যুৎ দে ও ১৪ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রঞ্জিত বাগ, ক্লাব সভাপতি রমেশ ঘোষ । সম্পাদক সঞ্জীব মাঝি ছাড়াও অশেষ রায়, পঞ্চানন দুর্লভ, অনিল রজক, সন্তু নায়েক, সৌরভ ঘোষ।

এছাড়াও মেমারি পৌরসভার ১৪ নং ওয়ার্ডের হরেকৃষ্ণপল্লীতেও স্থানীয় বাসিন্দাদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

Related posts

পশু পাচারকারীদের নিপীড়ন ও নিষ্ঠুরতা থেকে পশুদের মুক্ত করে সীমান্ত নিরাপত্তা বাহিনী

E Zero Point

প্রাথমিকে ২৬৯ জনের নিয়োগ বাতিলের নির্দেশিকায় অন্তবর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

E Zero Point

পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন