10/05/2024 : 1:15 AM
আমার বাংলা

শতাধিক বছরের মা মঙ্গলচন্ডীর পুজো মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২৬ মার্চ ২০২৪ :


মঙ্গলকোটে পুরাতনহাট গ্রামে শতাধিক বছরের ধর্মীয় রীতি মেনে পালিত হল মা মঙ্গলচন্ডীর পুজো, সোমবার তিনটে চল্লিশ পর্যন্ত মহাভোগ খেলেন দুই জেলার ৫০ থেকে ৬০ হাজার মানুষ। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামের শেষ প্রান্তে অজয় নদীর ধারে রয়েছে মা মঙ্গলচন্ডীর মন্দির।

শতাধিক বছর ধরে এই গ্রামে হয়ে আসছে মা মঙ্গলচন্ডীর পুজো। এই পুজো উপলক্ষে আয়োজন করা হয় মহা ভোগের বর্ধমান ও বীরভূম জেলার প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ এই মহা ভোগ খান। দুপুর বারোটা থেকে এই ভোগ খাওয়ানো শুরু হয় চলে বৈকাল চারটে পর্যন্ত। সারা বছরই মায়ের পূজো হয়ে থাকে প্রতি মঙ্গলবার।

এই পুজো উপলক্ষে গ্রামে বসে একদিনের মেলা ।মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল আজ। পুলিশ প্রশাসনের নজরদারি থাকে চোখে পড়ার মতো।

Related posts

বর্ধমানে তৃণমূলের নেতা খোকন দাসের সাংবাদিক সম্মেলন

E Zero Point

বর্ধমানের কার্জনগেটে তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ

E Zero Point

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা জামালপুরে

E Zero Point

মতামত দিন