29/03/2024 : 8:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে দিনেদুপুরে অস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তি

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার বাসস্ট্যান্ডে দিনে দুপুরে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। সেই টা লক্ষ্য করে এলাকার মানুষ ।ভাতার থানায় খবর দেয়। ভাতার থানার পুলিশ গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই যুবক তার আগ্নেয় অস্ত্র কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ।তৎক্ষণাৎ ভাতার থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই যুবকের নাম রাজ কিশোর ভট্টাচার্য, তার বাড়ি এরুয়ারে গ্রামে। আজ বিচার বিভাগের জন্য তাকে পাঠানো হয়েছে বর্ধমান আদালতে ।

ওই আগ্নেয় অস্ত্র সে কোথায় পেয়েছে, কিভাবে তার কাছে এলো,তদন্ত করার জন্য পুলিশ পাঁচদিনের পুলিশ হেফাজতে চেয়েছে।

অপরদিকে রাজকিশোর ভট্টাচার্যের দাদা ব্রজকিশোর ভট্টাচার্য জানান, তার ভাই ধানের ব্যবসা করত ।তাকে ফাঁসানো হয়েছে ।

Related posts

১৩৫৫ লিটার নামী কোম্পানির নকল ইঞ্জিন ওয়েল উদ্ধার মেমারিতে

E Zero Point

মেমারি পৌরসভার প্রথম বোর্ড মিটিংঃ দুটি গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত গ্রহণ

E Zero Point

করোনার আবহে বৃক্ষ বিতরণের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করলেন মঙ্গলকোটের একটি ক্লাব

E Zero Point

মতামত দিন