29/03/2024 : 7:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

“পথশ্রী অভিযান” প্রকল্পে মেমারি নিমো পঞ্চায়েতে নতুন রাস্তা নির্মাণ

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১ অক্টোবর ২০২০:


আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে সমগ্র রাজ্যে “পথশ্রী অভিযান” প্রকল্প উদ্বোধন করলেন। এই প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় ৭৩৯টি  টি রাস্তার কাজের সূচনা হলো।

মেমারি-১ ব্লকের নিমো-১ পঞ্চায়েতের কাঁঠালগাছি থেকে জোতকানু গ্রামের এক কিমি রাস্তা পাকা করার কাজের উদ্বোধন করলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক সুদীপ ঘোষ, মেমারি-১ বিডিও ডাঃ রেহেনা বসির, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, ডিইও শুভেন্দু সাঁই, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষগণ, নিমো-১ পঞ্চায়েতের প্রধান উত্তম কৈবর্ত ও সমস্ত সদস‍্যগন, জেলা পরিষদে সদস‍্য চাঁদমনি মুর্মু সহ বিভিন্ন আধিকারিকবৃন্দ।

Related posts

মন্তেশ্বর ব্লক প্রাথামিক হাসপাতালের এন এইচ এম কর্মীদের বিক্ষোভ

E Zero Point

দুয়ারে সরকারে উপভোক্তাদের ফর্ম ফিলাপে বিধায়ক

E Zero Point

১৫ বছর ধরে নিকাশি নালার সমস্যা নসরতপুরে

E Zero Point

মতামত দিন