29/09/2023 : 11:55 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

তৃণমূল কংগ্রেস প্রার্থীর মহা মিছিল

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৭ এপ্রিল ২০২১:


ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সমর্থনে বুধবার সকালে এক মহা মিছিল অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুরে। বাবুপুর থেকে এই মহা মিছিল শুরু হয় বাহান্ন বিঘা, দৌলত পুর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র, প্রতিভা সিংহ, কাজি গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখ, প্রধান সত্যজিৎ চৌধুরী, উপপ্রধান মন্টু ইসলাম সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী।

পঞ্চায়েত সদস্য মাইনুল সেখের নেতৃত্বে আয়োজিত এই মহামিছিলে খেলা হবে টি-শার্ট, মাথায় তৃণমূলের টুপি, বেলুন এবং বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়েছিল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী। ভোটে জিতে ইংরেজবাজার বিধানসভার সার্বিক উন্নয়ন করাই হবে প্রথম লক্ষ।

Related posts

প্রতিবন্ধী ভোটারদের পাশে, মেমারি ১ ব্লক প্রশাসন

E Zero Point

সমবায় থেকে খেলে উগলে ফেলতে হবেঃ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

‘দুয়ারে ভ্যাকসিন’ প্রকল্পের সুযোগ পেল গুসকরাবাসী

E Zero Point

মতামত দিন