06/05/2025 : 10:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

অবৈধ চোলাই মদের কারবার, গ্রেপ্তার ৩

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৭ ডিসেম্বর, ২০২০:


চোলায়ের বিরুদ্ধে ফের বড়োসড়ো সফলতা ভাতার থানার পুলিশ। ৬০ লিটার মদসহ গ্রেপ্তার ৩। গ্রেপ্তার হওয়া ধৃতদের নাম কাকলি দাস, আশা দাস, দেব দাস, এই তিন ব্যক্তির বাড়ি ভাতারের বিজিপুর গ্রামে। আজ ধৃত ৩ জনকে বিচার বিভাগের জন্য বর্ধমান আদালত পাঠানো হয়েছে।
ভাতারের বিভিন্ন জায়গায় চোলাই মদের রমরমিয়ে চলছে ব্যবসা ।তারই খবর পেয়ে গোপন সূত্রে ওই বিজিপুর গ্রামে হানা দেয় ভাতার থানার পুলিশ। পুলিশের উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

Related posts

নবোদয় সংঘের সম্পাদক স্বর্গীয় উত্তম দে-এর স্মরণসভা বর্ধমানে

E Zero Point

ট্রেড লাইসেন্স থেকে শুরু করে জমির সমস্যা, একই ছাতার তলায় মুশকিল আসান

E Zero Point

আউসগ্রামে অনূর্ধ ষোলো ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন