06/05/2025 : 10:13 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনার জনপ্রিয় নেতা শঙ্কর হালদার এখন বিজেপিতে

জিরো পয়েন্ট নিউজ – রিতা ভট্টাচাৰ্য, কালনা, ১৭ ডিসেম্বর, ২০২০:


দল ছাড়লেন তৃণমূল পূর্ব বর্ধমান জেলা সহসভাপতি তথা কালনার জনপ্রিয় নেতা শঙ্কর হালদার। এদিন কোলকাতায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি। তাঁর স্ত্রী বর্তমানে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য আরতি হালদার, তিনি জল ছাড়বেন কি না সে বিষয়ে স্পষ্ট করেননি শঙ্করবাবু।

উল্লেখ্য আজ সকালে কালনার নিভুজি এলাকায় হাইড্রেন উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথের সাথে আজ একই মঞ্চে দেখা গেছে আরতি হালদারকে, শঙ্কর হালদারের দল ছাড়ার পরই জল্পনা উঠতে শুরু করেছে এর পর কি তাহলে আরতি হালদার ও বিজেপিতে যোগ দেবেন? শুরু হয়েছে কালনা রাজনীতিতে চরম জল্পনা।

Related posts

খড়গ্রামে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

E Zero Point

সাতগেছিয়ায় তৃণমূলের জনসভায় সুজাতা খাঁ মন্ডল ও সোহম চক্রবর্তী

E Zero Point

স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল গুসকরা শহর তৃণমূল যুব কংগ্রেস

E Zero Point

মতামত দিন