জিরো পয়েন্ট নিউজ – রিতা ভট্টাচাৰ্য, কালনা, ১৭ ডিসেম্বর, ২০২০:
দল ছাড়লেন তৃণমূল পূর্ব বর্ধমান জেলা সহসভাপতি তথা কালনার জনপ্রিয় নেতা শঙ্কর হালদার। এদিন কোলকাতায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি। তাঁর স্ত্রী বর্তমানে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য আরতি হালদার, তিনি জল ছাড়বেন কি না সে বিষয়ে স্পষ্ট করেননি শঙ্করবাবু।
উল্লেখ্য আজ সকালে কালনার নিভুজি এলাকায় হাইড্রেন উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথের সাথে আজ একই মঞ্চে দেখা গেছে আরতি হালদারকে, শঙ্কর হালদারের দল ছাড়ার পরই জল্পনা উঠতে শুরু করেছে এর পর কি তাহলে আরতি হালদার ও বিজেপিতে যোগ দেবেন? শুরু হয়েছে কালনা রাজনীতিতে চরম জল্পনা।