29/03/2024 : 10:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

তপশিলি সংলাপ বর্ধমান উত্তর বিধানসভায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  বর্ধমান, ১১ অক্টোবর, ২০২০:

তপশিলি সংলাপের উদ্বোধন হলো বর্ধমান উত্তর বিধানসভা বিধায়ক জনসেবা কেন্দ্র থেকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক মহাশয়, বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল দত্ত, বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি গুপ্ত, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল এস.সি সেলের সভাপতি সনৎ মণ্ডল, বর্ধমান ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য্য, বর্ধমান ২ নং ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ মহসীন, বর্ধমান ২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মহম্মদ হাবিব।

গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুছন্দা রায়, বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, গোবিন্দপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মন্টু রায়, বিধানসভা র এস.সি নেতা সঞ্জয় সাহা, মাস্টার বিকাশ দাস, প্রভাত মাঝি, বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার , পঞ্চায়েত সমিতির সদস্যা পাপড়ি দত্ত, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব অর্নব দত্ত সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব ও জনপ্রতিনিধি গন। আজ জগদাবাদ, হলদি, বাঘার ও তালিত এই গ্রাম গুলি যাবে।

Related posts

শ্রীরাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কমিটি গঠন বর্ধমানে

E Zero Point

সুপ্রিম কোর্টের আইনজীবির বাড়িতে মহা নবমীর বিশেষ পূজা

E Zero Point

মেমারিতে বর্জ‍্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধনে বিধায়ক

E Zero Point

মতামত দিন