27/04/2024 : 6:59 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কংগ্রেসের “কৃষক অধিকার দিবস” পালন গলসিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  গলসী, ৩১ অক্টোবর, ২০২০:


আজ ৩১ শে অক্টোবর গলসি ২ নং ব্লক কংগ্রেসের উদ্যোগে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিবস এবং প্রয়াত প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মহাপ্রয়ান দিবসে ” কৃষক অধিকার দিবস” হিসাবে উদযাপন করা হয়। জাতীয় কংগ্রেসের পতাকা (অর্ধনমিত) উত্তোলন করেন জেলা কংগ্রেস নেতা প্রনব দত্ত, ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন ব্লক সভাপতি অসীম দত্ত, জেলা নেতা গোলাম হোসেন মণ্ডল, খণ্ডঘোষ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি দীপ বালা, গলসি যুব কংগ্রেস সভাপতি আকিব জাভেদ মণ্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আরিফুল্লা, যুব নেতা অরুপ, রাজীব, মিলা, মোহন ও আরও অনেক কর্মীবৃন্দ । জাতীয় সংহতি রক্ষার্থে ইন্দিরা গান্ধীর চিন্তাধারা ও বিজেপির কৃষক বিরোধী কালা আইন এর বিরুদ্ধে বিস্তারিত বক্তব্য রাখেন অসীম দত্ত, গোলাম হোসেন মণ্ডল এবং পশ্চিম বর্ধমান জেলার অন্যতম নেতা আইনজীবী মোজ্জামেল খন্দকার জনবিরোধী বিজেপি ও তার সহযোগী তৃণমূলের বিরুদ্ধে সুদীর্ঘ সুমধুর বক্তব্য পেশ করেন।

Related posts

১০০ দিনের কাজ নিয়ে মেমারিতে পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ

E Zero Point

এবিটিএ নেতৃত্বে উত্তর ২৪ পরগনার সুটিয়ায় জনতার বাজার

E Zero Point

স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রাণীসম্পদ দপ্তরের কর্মসূচী

E Zero Point

মতামত দিন