25/04/2024 : 12:44 PM
আমার বাংলাখেলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানফুটবলমঙ্গলকোট

মঙ্গলকোট দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুইদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিন খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলকোট থানার মাঠে।


১৬ টি দল অংশগ্রহণ করেছে এই খেলায়। প্রথমদিন আটটি দল ও দ্বিতীয় দিন আটটি দলের খেলা হবে। প্রত্যেকদিন খেলায় যারা ফাইনালে জয়লাভ করবে আগামী কাল অর্থাৎ সোমবার তারা ফাইনাল খেলবে।
আজ প্রথম খেলা
লক্ষীগঞ্জ আদিবাসী সংঘ বনাম মঙ্গলকোট জয় বাংলা আদিবাসী ক্লাব।
দ্বিতীয় খেলা
গোতিষ্ঠা একাদশ ক্লাব বনাম আমরা গর্বিত আমরা বাঙালি (আলিনগর)।
তৃতীয় খেলা
লাকুরিয়া ইয়ং একশন ক্লাব বনাম লাভপুর স্পোর্টস কমপ্লেক্স।
চতুর্থ খেলা নতুনহাট মিলন পাঠাগার বনাম পানাগর একাদশ।
খেলা দেখতে মঙ্গলকোটের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শক মাঠে হাজির হয়েছিলেন।

খেলার মাঠে উপস্থিত ছিলেন মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার, মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিথুন ঘোষ, মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার আলী, ঝিলু গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাধিন, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের সদস্য লাল্টু শেখ।
মঙ্গলকোট আমরা কজন ক্লাবের সভাপতি মকবুল শেখ জানান, এই ফুটবল খেলায় সহযোগিতা করেছে আমাদের মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার ও পঞ্চায়েত সদস্য লাল্টু শেখ। কেবলমাত্র মানুষকে খেলা দেখাবো বলে আমরা খেলায় কোন প্রবেশ মূল্য করিনি।
ফাইনালে যারা জয়লাভ করবে তারা ৩০ হাজার টাকা সহ ট্রফি পাবে, যারা পরাজিত হবে তারা কুড়ি হাজার টাকা সহ ট্রফি।

Related posts

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

গুসকরা পৌর নির্বাচন পাখির চোখঃ তৃণমূলের কর্মী সম্মেলন

E Zero Point

মৎস্য চাষের উপকরণ বিতরণ মেমারিতে

E Zero Point

মতামত দিন