25/11/2020 : 9:17 AM
আমার বাংলা খেলা দক্ষিণ বঙ্গ পূর্ব বর্ধমান ফুটবল মঙ্গলকোট

আদিবাসী ইয়ংস্টার ক্লাবের একদিনের ফুটবল টুর্নামেন্ট

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার পালিগ্রাম অঞ্চলের রঘুনাথপুর আদিবাসী ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ও সন্দ্বীপ হেমরম এবং বাবলু কিস্কুরস্মৃতির উদ্দেশ্যে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে উনিয়া ফুটবল মাঠে।

১৬ টি দল অংশগ্রহণ করেছে এই খেলায়।খেলায় জয়ী ও বিজয়ী দুই দলকেই আর্থিক পুরস্কারসহ ট্রফি দেওয়া হবে ক্লাবের উদ্যোগে।

এই খেলায় কোন প্রবেশ মূল্য নেই। খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন, মঙ্গলকোট পালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ রহিম, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মন্ডল, ক্লাবের সভাপতি সমীর হেমরম।

এই খেলায় অংশগ্রহণ করেছিলেন ভাতার, মঙ্গলকোট, আউসগ্রাম এর বেশ কিছু দল।
খেলা দেখতে মঙ্গলকোটের বিভিন্ন গ্রাম থেকে এসেছিলেন অগণিত দর্শক।

Related posts

টোটো ইউনিয়নের তরফ থেকে পুজোর সতর্কবার্তা

E Zero Point

মেমারি থানার বিজরা গ্রামে তৃণমূলের কর্মী সভা

E Zero Point

বিধায়িকা নার্গিস বেগমের নেতৃ্ত্বে মেমারিতে প্রতিবাদ মিছিল ও প্রতীকি অবস্থান

E Zero Point

মতামত দিন