27/04/2024 : 1:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বামফ্রন্টের অবস্থান সভা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৯ জানুয়ারি ২০২১:


২ ফেব্রুয়ারি বর্ধমান টাউন হল ময়দানে মানিক সরকারের জনসভা, ১২ ফেব্রুয়ারি মেমারি নতুন বাস স্ট্যান্ডে সুজন চক্রবর্তী, অমল হালদারের সভা এবং ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশকে সামনে রেখে মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে বামুন পাড়া মোড়, চকদিঘী মোড়, ও নওহাটিতে এই তিনট জায়গায় প্রচার সভা সংগঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন সুকান্ত কোঙার, সনৎ ব্যানারজী, প্রশান্ত কুমার, পিন্টু ভট্টাচার্য প্রমুখ।


নেতৃবৃন্দ বলেন বিজেপি সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেক পরিবারকে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ১৫ টাকাও ঢোকেনি। করোনা ভাইরাস সময় মুষ্টিমেয় কয়েকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২-৩ মাস ৫০০টাকা করে ঢুকেছিল।

রাজ্যসরকার নির্বাচনের আগে যে প্রকল্পগুলি দুয়ারে সরাকারে দিচ্ছে তা সবই নির্বাচনের প্রচার, ভবিষ্যতে জনগণ কোন সুবিধা পাবে না। দিল্লীতে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের উপর নির্মম অত্যাচার পুলিশ করেছে এবং আন্দোলনকে ভেঙ্গে দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি সরকার। কেন্দ্র ও রাজ্য দুই সরকারই কৃষকদের পাশে নেই।

Related posts

বর্ধমানে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতিকে সংবর্ধনা

E Zero Point

কৃষকদের স্বার্থে বিজেপির ডেপুটেশন

E Zero Point

পানীয় জল নষ্টঃ প্রতিবাদীকে হত্যা করার অপরাধে যাবজ্জীবন

E Zero Point

মতামত দিন