06/05/2024 : 7:44 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ অতনু ঘোষ, মেমারি, ৩১ জানুয়ারি ২০২১:


কর্মী সম্মেলনের মধ্য দিয়ে ২০২১ এর বিধানসভা জয় নিশ্চিত করতে চাইছে মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো কৃষ্ণপুর মোড়ে আগমনী কোল্ড স্টোরেজে।

সম্মেলনে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, মেমারি কলেজ পরিচালনা কমিটির সভাপতি এমএম মুন্সী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত ও স্বপন ঘোষাল, ব্লক তৃণমূল শিক্ষা সেলের নেতা কৌশিক মল্লিক, মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইসমাইল, মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মন্ডল,

মেমারি এক নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ, ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বাগিলা অঞ্চলের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি। মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটার্জি,মেমারি শহর তৃণমূল কংগ্রেসের ও সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং। উপস্থিত ছিলেন বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল। এছাড়া উপস্থিত ছিলেন বাগিলা অঞ্চলের অধীন এগারোটা গ্রামের বুধ সভাপতি জেলার অন্যতম নেতা আশিষ রায়।

আগামী বিধানসভা নির্বাচন কিভাবে করতে হবে তার বার্তা দেওয়ার পাশাপাশি, বাগিলা অঞ্চলের আঠারোটা বুথ সভাপতি দের হাতে রং তুলি তুলে দেওয়া হয়।

আর আজকের এই কর্মীসভায় প্রায় দু-হাজার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলে দাবি করেন বাগিলা অঞ্চল সভাপতি তথা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি।

ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল জানান যে, একুশ মানে আবেগ, একুশ মানে রক্ত, একুশ মানে লড়াই, একুশ মানে ভালোবাসা তা সে ২১ জুলাই ১৯৯৩ হোক বা ২০২১। ২০১১ তে ৩৪ বছরের বামফ্রন্টের অত্যাচার থেকে বাংলার জনগণকে মুক্তি দিয়েছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ২০২১ এবারে আমাদের লড়াই বাঙালি বনাম বহিরাগত, সম্প্রীতি বনাম সাম্প্রদায়িকতা।

Related posts

বাবরি মসজিদ পুনঃনির্মান ও ধ্বংসকারারীদের শাস্তির দাবিতে মিছিল

E Zero Point

আইসির বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান

E Zero Point

পথশ্রী” প্রকল্পে রাস্তার উদ্বোধন বর্ধমান ২ ব্লকে

E Zero Point

মতামত দিন