25/04/2024 : 6:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

টাকার লোভে প্যাসেঞ্জার তুললো সরকারি ১০২ অ্যাম্বুলেন্স বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৫ অগাষ্ট ২০২১:


টাকার লোভে প্যাসেঞ্জার তুললো সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের  চালক। বর্ধমান জিটি রোড কার্জন গেটের কাছে ১০২ অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী দেখে ট্রাফিক পুলিশ আধিকারিক ওই অ্যাম্বুলেন্সকে আটক করে।

উলেখ্য ১০২ নং সরকারি অ্যাম্বুলেন্স করে কলকাতা মেডিকেল কলেজ থেকে এক রুগীকে বীরভূমের নলহাটি পাইক পাড়া ছেড়ে আসার সময় ১১জন যুবক বাস ধরার উদ্যেশে দাঁড়িয়ে ছিলো, সেই সময় ওই এম্বুলেন্স চালক তাঁদের জিজ্ঞাসা করে কোথায় যাবে, ওই ১১জন যুবক বলে ডানকুনি যাবে সেই মোতাবেক ২৫০ টাকার ভাড়া ধার্য্য হয়।

কার্যতঃ টাকার লোভে অ্যাম্বুলেন্সের চালক শিশির কুমার দাস, অ্যাম্বুলেন্সে চাপিয়ে গন্তব্য স্থলে পৌঁছে যাবার সময় বর্ধমানের কার্জন গেটে পুলিশের হাতে ধরা পড়ে। এদিন এম্বুলেন্স চালক সহ ১১জন যাত্রীকে আটক করে বর্ধমান পুলিশ।

Related posts

মায়ের হাতে খুন ছেলে

E Zero Point

বৈঁচিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

E Zero Point

কালনায় ডাক্তার ও নার্সদের মারধরের ঘটনায় গ্রেফতার পাঁচ অভিযুক্ত

E Zero Point

মতামত দিন