25/04/2024 : 6:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বেআইনি ৮৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ৩১ মে ২০২২:


মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এবং মেমারি থানার যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হলো ৮৯ টি বেআইনিভাবে মজুত রাখা গ্যাস সিলিন্ডার। সূত্রের খবর মেমারি রাধাকান্তপুর এলাকায় এক ব্যবসায়ী বেআইনিভাবে তার দোকান ঘরে ৮৯টি গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছিলেন যার মধ্যে ১৮টি গ্যাস ভর্তি সিলিন্ডার ও ৭১টি খালি সিলিন্ডার।

গোপনসূত্রে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা খবর পেয়ে এদিন মেমারি থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যবসায়ী শর্বরী মল্লিককে পাওয়া না গেলেও, ওই দোকানের এক কর্মরত কর্মচারী নিমাই হাজরা কে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য।


কেন্দ্রীয় সরকারের তরফে উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত উপভোক্তাদের সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের জন্য অনেক সময় এভাবে সিলিন্ডার মজুরত করে রাখাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষের।

Related posts

নদীর ধার থেকে উদ্ধার হল এক মৃতদেহ

E Zero Point

থৈপাড়া প্রিন্স ক্লাব ও পান্ডুয়া থানার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব

E Zero Point

বাদ দলবদলু সুনীল মন্ডলঃ দেখে নিন তৃণমূলের প্রার্থী তালিকায় বাদ পড়লেন কারা?

E Zero Point

মতামত দিন