জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২১ নভেম্বর ২০২৪ :
পাসপোর্ট তৈরির জন্য ডিআইবি অফিসে জন্মের ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিল এক যুবক। মেমারি থানার ডিআইবি অফিসার পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে জানতে পারেন, পাসপোর্ট তৈরি করার জন্য যে জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটি নকল সার্টিফিকেট।
ভেরিফিকেশনের সময় জালিয়াতি ধরে ফেলার পর ডিআইবি-র দায়িত্বে থাকা অফিসার মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ভোরে মেমারি থানার পুলিশ ভুয়ো জন্ম সার্টিফিকেট দেওয়ার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম সেখ শাহাজাহান, বাড়ি মন্তেশ্বরে বামুনিয়ায়। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বৃহস্পতিবার বেলায় বর্ধমান আদালতে পেশ করা হয়।