জিরো পয়েন্ট নিউজ – এ. এ. আনসারী ও মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২০ নভেম্বর ২০২৪ :
বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহার মেলা। আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, সেই সংস্কৃতিকে আরও উজ্জীবিত করতে l আয়োজন করা হয়েছে জয় জোহার মেলার। যেখানে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে।
আদিবাসী উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়, মেমারি ২ নং ব্লক ও মেমারি ২ নং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপী জয় জোহার মেলা পাহাড়হাটি গোলাপমনি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হবে।
বুধবার আদিবাসী রীতি মেনে পূজা অর্চনার পর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য এবং আদিবাসী সম্প্রদায় পতাকা উত্তোলন মেমারি ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু। পরে বিরসা মুন্ডা-র প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা।
জয় জোহার মেলা মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ২ ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক বিশাখ ভট্টাচার্য, জয়েন্ট বিডিও সব্যসাচী দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, সহ-সভাপতি গফফর মল্লিক, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সামাউর রহমান, মাঝি বাবা রাম মান্ডি, নাইকে সমুচাঁদ মুর্মু, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, ৯টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পদাধিকারীগন।
এদিন মেমারি ২ ব্লকের বিভিন্ন অঞ্চলের মাঝি বাবা , মোড়ল ও অতিথিদের বরণ করে নেওয়ার পর বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা প্রদান করা হয় আদিবাসীদের।
জয় জোহার মেলা প্রাঙ্গণে আদিবাসী দ্রব্যের প্রদর্শনী, স্বনির্ভর গোষ্ঠীর দ্রব্যের প্রদর্শনী, কন্যাশ্রী ও রূপশ্রী, আধার কার্ডের লিংক, বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির, শিক্ষা দপ্তর ও কল্যাণ দপ্তর, ভূমি ও কৃষি দপ্তর , জনস্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন পরিষেবা পাচ্ছেন আদিবাসী উপ ভোক্তারা।
পাশাপাশি তীর নিক্ষেপ, কলসী দৌড় প্রতিযোগিতা, আদিবাসী নৃত্যে পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন। এছাড়াও ছিল অলচিকি ভাষা অনুবাদ প্রতিযোগিতা।
মেমারি দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য বলেন, জয় জোহার মেলা মঞ্চ থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সার্টিফিকেট, শিক্ষা সামগ্রিক, সবুজ সাথী সাইকেল, আদাবাসী গোষ্ঠীদের অর্থ প্রদান, চাষী ভাইদের কোঁদাল ও কাস্তে সহ বিভিন্ন সামগ্রিক প্রদান করা হয়।
এদিন মেমারি থানা ও সাতগেছিয়া ফাঁড়ির সহযোগিতায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর অন্তর্গত ১০ জন আদিবাসীকে হেলমেট প্রদান করা হয়। তার সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আদিবাসী কৃতী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন, বিগত কয়েক বছর ধরে জয় জোহার মেলার আয়োজন করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। যেখানে বাংলা জুড়ে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন রীতি নীতিকে তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে বাংলার সামনে তুলে ধরা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন প্রাচীন অনুষ্ঠান, জীবনশৈলীকে। এ বছর বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহার মেলা।
এদিন মেমারি ২ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফফর মল্লিক, তার বক্তব্যের মাধ্যমে বীরসা মুন্ডার আত্মজীবনী তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মেমারি ২ ব্লকের কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার কেরমাত আলি।