জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৪ জানুয়ারি ২০২৫ :
যদিও এখন নেই কোন ভোটের আবহাওয়া তবুও পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নং ব্লকের আমাদপুর অঞ্চলের ৪২ টি বিজেপি সমর্থক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জানা যায় সোমবার আমাদপুরে তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচীতে মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিলেন আমাদপুর অঞ্চলের দিঘীরপার এলাকার ৪২ টি বিজেপি সমর্থিত পরিবার।
তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। বিজেপি ছেড়ে তৃমমূলের যোগদান প্রসঙ্গে এদিন ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী বলেন, বিজেপি এখানে বিহার, মধ্যপ্রদেশ কিংবা উত্তর প্রদেশ থেকে আসেনি। এলাকার এই সব মানুষরা পশ্চিমবঙ্গেরই মানুষ। তৃণমূলের কোন নেতার ব্যবহারে, আচরণে ক্ষুদ্ধ হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জীর প্রতি তাঁদের শ্রদ্ধা অটুট তাই তারা আবার ফিরে এসেছেন।
এপ্রসঙ্গে কালনা সাংগঠনিক জেলা বিজেপির সহ সভানেত্রী স্মৃতিকণা বসু বলেন, পরিবারগুলো কোনদিনই বিজেপির সমর্থক ছিল না, আর না তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এটা তৃণমূল দলের কে বড় নেতা তাঁর লড়াই।