29/04/2024 : 6:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মা শীতলা মন্দির ও অডিয়োটোরিয়ামের উদ্বোধন মেমারি

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২২ ফেব্রুয়ারি ২০২৩:


বুধবার মেমারি ১ ব্লকের অন্তর্গত বাগিলা অঞ্চলে শীতলাতলা মন্দির তথা অডিটোরিয়ামের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল, মন্দিরের পুজারী তথা পশ্চিমবঙ্গ পুলিশের এসআই স্নেহাশিষ চৌধুরী, সদস‍্য প্রলয় পাল সহ অন্যান্যরা।

অঞ্চলপ্রধান অরিন্দম ঘোষাল জানান শীতলা মন্দিরটি নির্মাণে আনুমানিক ব‍্যয় হয় ১১ লাখ ৪৭ হাজার টাকা  যার মধ্যে গ্রামবাসীদেরও কিছু সহযোগিতা আছে।

এসডিপিও এবং ওসি বাগিলা গ্রামবাসী সহ পঞ্চায়েতের ভূয়সী প্রশংসা করেন। নিত‍্যানন্দ ব‍্যানার্জী গ্রামবাসিদের কাছে আবেদন করেন মন্দিরের চাতালে পবিত্রতা বজায় রাখার জন্য।

শীতলা মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে দুপুরে গ্রামবাসীদের ভোগপ্রসাদ খাওয়ানোর আয়োজন করা হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাউল গানের আয়োজন করা হয়।

Related posts

বর্ধমান পৌরসভার ২০ নং ওয়ার্ডে আটকে থাকা কাজ আবার শুরু

E Zero Point

সীমান্তে ট্রাকচালক এবং কর্মীদের বিক্ষোভঃ বৈদেশিক বাণিজ্য বন্ধ

E Zero Point

আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেল তৈরি হলো মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে

E Zero Point

মতামত দিন