25/04/2024 : 1:05 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কোভিড আক্রান্ত প্রসূতির পাশে সিপিআইএম পার্টি কর্মীরা

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৩ অগস্ট ২০২০:


হাসপাতালে প্রসব হতে গিয়ে  কোভিড পজিটিভ ধরা  পড়া এক প্রসূতির পাশে দাঁড়ালো সিপিআইএম পার্টি কর্মীরা।  হোম  কোয়ারান্টিনে থাকা ওই প্রসূতির বাড়ি গিয়ে সোমবার  দেখা করেন তাঁরা।  সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকা প্রসূতি পরিবারকে নিজেদের ফোন নম্বর দিয়ে তারা বলেন–কোন অসুবিধা হলে তাঁদের যেন ফোন করা হয়।  আমরাই আপনাদের  প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছে দেব। এমনকি রেশন পর্যন্ত।  পার্টি কর্মীদের এই ভরসায় আক্রান্ত পরিবারটি  বাঁচার রসদ পান।  ঘটনাটি কালনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের কলাবাগান পাড়ায়। কালনা ষ্টেশন চত্বরে  রেলের জায়গায় গড়ে উঠেছে এই গরিব কলোনি। এই কলোনিতে আধুনিক পরিষেবা এখনো অধরা।  একেবারে এই ঘিঞ্জি এলাকায়  কালনা পৌরসভার ১৮ টি ওয়ার্ড জীবাণুমুক্ত করার  কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন   জীবাণুমুক্ত স্প্রে করা হয়।   সিপিআইএমের   কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচি এদিন পালিত হয় ৪ নং এবং ৭ ওয়ার্ডেও। সেখানেও     জীবাণুমুক্ত স্প্রে করা হয়।    এই কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের  ১০ দফা আশু দাবির ব্যাচ  পড়ানো ও মানুষের মধ্যে করোনা থেকে বাঁচার জন্য  সচেতনতা মূলক প্রচার চালানো হয়।   পার্টি কর্মীরা জানান–কালনা শহরের বাকি ওয়ার্ড গুলোতেও জীবাণুমুক্ত স্প্রে করার কাজ খুব শীঘ্রই  শেষ করা হবে।

Related posts

বিশ্ব রক্তদাতা দিবসে সাইকেল মিছিল পূর্ব বর্ধমানে

E Zero Point

খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

E Zero Point

করোনা বিধি ভঙ্গঃ মেমারিতে ৪৩ জন আটক

E Zero Point

মতামত দিন