আমিরুল ইসলামঃ বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের নির্দেশে আজ মঙ্গলকোটের নিগন চটিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো এই মিছিলের নেতৃত্ব দেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী।
অপূর্ব চৌধুরী জানান এই কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। কারণ কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকার যা শুরু করেছে তাতে করে রাস্তায় না নামলে গোটা দেশ বিক্রি হয়ে যাবে। তাই আজ আমরা প্রতিবাদ মিছিল করলাম এবং মানুষকে আহ্বান জানালাম সকলে পথে নেমে প্রতিবাদ করুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। মিছিল শুরু হয় নিগন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে এবং মিছিল শেষে একটি পথসভা হয়।
পূর্ববর্তী পোস্ট