24/04/2024 : 5:05 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গ

তাঁত শিল্পীর মেয়ে তৃষার স্বপ্ন ডাক্তার হওয়া

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৩ অগস্ট ২০২০: স্রেফ একজন তাঁত শিল্পীর  মেয়ে তৃষা বসাক এবার মাধ্যমিকে ভালো ফল করেছে।  পূর্ব বর্ধমান জেলার   কালনা থানার  ধাত্রীগ্রাম বিবিরজোলের মেয়ে তৃষা বসাক  মাধ্যমিকে  ৬৬২  তুলেছে।।  বিষয় ভিত্তিক নম্বর হল বাংলা- ৯৬,  ইংরেজি–৯০, অঙ্ক-৯৫,  পদার্থ বিজ্ঞান-৯২, জীবন বিজ্ঞান-৯৪, ইতিহাস-৯৫, ভূগোল-১০০।    ধাত্রীগ্রাম  উচ্চ বালিকা  বিদ্যালয়ের   এই ছাত্রীর  ছোটবেলা থেকে স্বপ্ন  ডাক্তার হওয়া।  সেই  স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার  লক্ষ্যে ভালো পড়াশুনা করে  মাধ্যমিকে সে ভালো ফল করেছে।  সে জীবনের প্রথম থেকেই সব ক্লাসেই প্রথম হয়ে এসেছে।    বর্তমান পরিস্থিতে তাঁত শিল্পের যা অবস্থা তাতে এই শিল্পের সাথে যুক্ত মানুষজনের   দেওয়ালে  পিঠ ঠেকে গেছে।  আর তৃষার বাবা জয়ন্ত বসাকের মতো তাঁত শিল্পীদের অবস্থা আরো সঙ্গীন।  এমনিতেই মালিকরা কাপড়ের মজুরি আগের থেকে কমিয়ে দিয়েছেন। তার উপরে প্রতিদিন মালিকরা তাঁত শিল্পীদের কাজ দিচ্ছেন না। মালিকরা বলছেন বহু বোনা কাপড় বাড়িতে পড়ে আছে,  বিক্রি নেই।  তাই তৃষাদের  সংসার চালানোটাই বর্তমানে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। এই অবস্থায় আর্থিক কারণেই তৃষা বসাকের ডাক্তার হওয়ার স্বপ্নটাই এখন সংকটের মুখে।   এমত অবস্থায়  তৃষা বসাকের ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পারে কোন সহৃদয়  ব্যক্তি বা সংস্থার আর্থিক সাহায্য।  আর্থিক সাহায্যের জন্য যোগাযোগ–৯০৯৩৬৬১০৬৫।

Related posts

কে হবেন মেমারির পৌরপিতা? শপথ গ্রহণের আগে জল্পনা তুঙ্গে

E Zero Point

প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান

E Zero Point

পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ সর্বকনিষ্ঠ কাউন্সিলরেরঃ কাঠের পুতুল হয়ে থাকার কি কোন প্রয়োজন আছে?

E Zero Point

মতামত দিন